মুখোশধারী
✍উজ্জ্বল সরদার আর্য
তৃণ মূল থেকে বিধান সভায় গেয়ে যায়
দেশের গান কত নেতা-নেত্রী,
শ্রবণে ভরে প্রাণ কত তাদের আত্মদান
সেবা দানে হতে চায় সব মন্ত্রী।
সে কেবল মুখেমুখে ভালোবাসা
মনে শুধু লালসা, দারুণ ব্যবসা রাজনীতি!
সাধারণ জনতার খেয়ে মনের সুখে ঘুমিয়ে,
হয়েছে যশস্বী-খ্যাতি।
কেন তবে করবে না মিথ্যা ছলনা
সম্পদ লুটে ওরা গড়ে কারখানা,
রাজনীতির পাশাপাশি হবে শিল্প পতি
টাকার পাষাণ স্তূপ গড়ার যত বাহানা।
আসলে ওরা মানুষ ভালোবাসে না
মানুষকে করে কেবল ব্যবহার,
দান দিতে শিখিনী কোনদিন
নিজেই নিজের প্রশংসা করে বারবার।
সংশয় দেখা দিলে লুকায় অন্তরালে,
হৃদয়ে আছে মৃত্যু ভয়!
দেশ গঠনের কত কথা বলে
আজ গেছে সব ভুলে,
ক্ষুধার্ত মন কত শুনবে মিথ্যা অভয়?
যখন এসেছে মহামারী, যুদ্ধ,স্বাধীন চেতনা,
ওরা তখন বলছে তোমরাই সব
আমরা কিছু না।
ক্ষুধার্ত, রোগা, জীর্ণ দেহে
দিনে-দিনে কত যাচ্ছি ঘুমিয়ে,
তবু ওরা খাচ্ছে রক্ত চুষে
মিথ্যা রাজনীতির জয়ে।
রচনাকাল, ১১ এপ্রিল ২০২০ খ্রিস্টাব্দ
বাংলা-২৮ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ, শনিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।