২২৪★
কখনোকখনো সামর্থ্য এবং শক্তি মানুষের অহংকারে মূল কারণ হয়ে দাঁড়ায়,
আর অহংকার থেকে দ্বন্দ্ব, দ্বন্দ্ব থেকে সর্বদা ধ্বংস হয়েই হয়ে থাকে।
//
উজ্জ্বল সরদার ★
২২৫★
বসন্তের ফুল কারো হর্ষে হাসায়, আবার কারো কাঁদাতে ঝরে পড়ে অকালে মৃত্তিকায়।
উজ্জ্বল সরদার ★
২২৬★
নিজের বীরত্ব দেখাতে অহংকারী হয়ে অপরকে তুচ্ছ ভেবে মূর্খের ন্যায় দ্বন্দ্ব করে পৃথিবীকে ধ্বংস করোনা,
যদি প্রকৃত সত, সত্য নিষ্ঠাবান মানুষ হতে চাও,
তবে অপরকে ভালোবেসে নিজ বক্ষে জড়িয়ে নিজেকে ক্ষরিত করে প্রেম নিবেদন করো।
উজ্জ্বল সরদার ★