২০৮★
শক্তির বীরত্ব দেখিয়ে যুদ্ধে জয়ী হলে
সর্ব শ্রেষ্ঠ উত্তম যোদ্ধা হওয়া যায় না।
সর্ব শ্রেষ্ঠ উত্তম যোদ্ধা হতে হলে হৃদয়ে
প্রেম, ক্ষমা, ধৈর্য, সহিষ্ণুতা থাকতে হয়।
উজ্জ্বল সরদার ★

২০৯★
বিবেক হীন আত্মার, বিবেক জাগ্রত হলে,
তবেই তো পৃথিবীর মাঝে মহামানব এবং
শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে উঠতে পারে।
উজ্জ্বল সরদার

২১০★
রাজার ছেলে রাজা হয়, কিন্তু সে যদি
চরিত্রহীন , অজ্ঞানী হয় , তবে কি সে
রাজার অধিকার পায়???
চরিত্র, নির্মল কর্ম,শক্তি, এবং জ্ঞান
দ্বারা মানুষের সম্মান এবং অধিকার
প্রাপ্ত হয়।
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা।

২১১★
কবি কবিতাকে সৃষ্টি করে, আর কবিতা
কবিকে অমর করে, এদের দুজনের মতো
নির্মল প্রেম যদি সকলের মাঝে থাকতো
তবে একে অপরের সাথে সুসম্পর্ক সর্বদা
চিরকাল বোজায় থাকতো।
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা

২১২★
ভিতরে কবি, বাইরে প্রকাশক, দুইজনের
হৃদয়ে নির্মল প্রেমের সুসম্পর্ক গড়লে যেমন
একটি কবিতার পূর্ণরূপ জীবন প্রাপ্ত ঘটে,
তেমনি সংসার মাঝে প্রেমিক,এবং
প্রমিকার হৃদয়ে নির্মল প্রেমের সুসম্পর্ক না
গড়লে কখনো শান্তি নিকেতন গড়ার স্বপ্ন
বাস্তবায়ন হয়না।
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা

২১৩★
মানুষ সর্বদা বীরত্ব দেখাতে গিয়ে নিজে
নিজের সম্মানহানি'ই করে।
উজ্জ্বল সরদার

২১৪★
প্রেম শব্দটি ছোটো হলেও তার মাহাত্ম্য
কিন্তু অনেক বড়ো।
নিজকে ক্ষরিত না করে নির্মল প্রেম
কাউকে নিবেদন করলে, কখনো প্রেমের
সার্থকতা আসেনা।
যেমন ভগবান ভক্তর প্রেম তখন অমর্ত্য লাভ
করে , যখন ভক্ত রোঁদ, বৃষ্টিতে নিজেকে
ক্ষরিত করে ভূধরে,বনে কঠোর সাধনায়
সিদ্ধি লাভ করে।
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা

২১৫★
জ্ঞান যগতের শ্রেষ্ঠ, আর এটা প্রাপ্ত
করতে হলে নির্মল অন্তর দ্বারা কঠোর
থেকে কঠোর সাধনা করতে হয়।
যে জ্ঞানহীন সে সর্বদা ভুল সিদ্ধান্ত
নিয়ে খারাপ কার্য'ই করে, আর পরে তাকে
খারাপ ফল ভোগ করতে'ই হয়।
★উজ্জ্বল সরদার

২১৬★
পৃথিবীতে প্রেম সর্ব শ্রেষ্ঠ, আর এই
প্রেমের মাহাত্ম্য উপলব্ধি করতে যুগ যুগ
ধরে নিজের সবকিছু ক্ষরিত এবং ত্যাগ
করে সাধকরা সাধনা করে গেছে ।
কিন্তু, বর্তমান সময়ে যারা যে রূপে নিজের
চরিত্র রূপান্তরিত করেছে, তারা প্রেমকে
সে রূপে রূপান্তরিত করে সর্বদা ছুটে
চলেছে।
★উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা

২১৭★
পিপাসিত প্রাণের নির্মল প্রেম যার মাঝে
ঈশ্বর খুঁজেপেয়ে নিজেকে ক্ষরিত করে
সবকিছু তার চরণে নিবেদন করে প্রাণের
পিপাসা দূর করতে সর্বদা ছুটে চলো, তাকে
নিয়ে আবার কামের উদঘাঠন কেন?? তবে
তো তুমি শ্রেষ্ঠ প্রেমিক প্রেমিকা হতেই
পারনি এবং হতে কোনদিন পারবে'ই না ।
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা

২১৮★
অবয়বের অন্তরালে থাকা মনের গুরুত্ব আজ
কাল
আর কেউ দিতেই চায় না। বর্তমানে অবয়বের
গুরুত্ব প্রাধান্য পেয়েছে। আর তাইতো সকলে
ছুটে চলেছে দেহর ক্ষুধা নিবারণের জন্য।
কিন্তু,
তোমার সুন্দর দৃশ্যমান অবয়ব'কে পরিচালনা
করে
থাকে তো ঐ'অদৃশ্য মন্। তবে, এবার একবার
ভাবতো, একটু চেষ্টা করলে'ই শরীরের সর্ব
ক্ষুধা মেটানো যায়।কিন্তু, মনের ক্ষুধা আজও
কি
মেটাতে পেরেছো? বা তার গুরুত্ব তুমি কতটা
দিয়েছো?
তাই আমি বলবো সর্বপ্রথম তোমার মনের
গুরুত্বকে প্রাধান্য দাও। মনকে সংযম করার
চেষ্টা
করো। যার সতেজ দীপ্তমান মন্ নেই, তার এই
বিশ্বসংসারে বড়ো এবং মহৎ হয়ে ওঠার
যোগ্যতাও
নেই।
উজ্জ্বল সরদার।
দাকোপ খুলনা

২১৯★
মা বাবা অনেক সময় কর্তব্য পালন করতে
গিয়ে, সন্তানের উপর তথাকথিত
সামাজিকতা নামক অসামাজিক কার্য
করে ফেলে।আর তার ফল অনেক ভয়ানক হয় ।
-উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা

২২০★
পুরুষ হয়ে যে ব্যক্তি নারীকে সম্মান করে
না, সে ব্যক্তি কখনো মহাপুরুষ হয়ে উঠতেই
পারেনা।
কারণ নারী প্রকৃতির অংশ, আর পুরুষ
প্রকৃতির সেবক নিমিত্তমাত্র।
★ উজ্জ্বল সরদার ★
দাকোপ খুলনা।

২২১★
যেখানে দুর্বলতা, মানবতা, করুণা, ত্যাগ,
অনুরাগ না থাকে, সেখানে কখনো নির্মল
প্রেম সৃষ্টি হতেই পারেনা।
অভিনেতা, অভিনেত্রী হয়ে মুখে বড়ো বড়ো
কথা বললে কিছু,ই কি সৃষ্টি হয়?
গোধূলি তে আঁখিতে আঁখি রাখা, এবং
চিরদিনের জন্য হাতে হাত রাখা
একেবারে সহজ কার্য নয়।
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা

২২২★
খারাপ কার্য যে করে বা করছে, তাকে
করতে দাও। পিছু থেকে তার গীত গেয়ে,
অযথা অকারণে চরিত্রহীন হওনা। যখন -কর্ম
মাঝে, জীবনের মর্ম বুঝে, তার বিবেক
জাগ্রত হবে, তখন সে নিজ ইচ্ছায় খারাপ
কর্মের এবং পাপের প্রাচিত্ত করবে ।
উজ্জ্বল সরদার

২২৩★
দরিদ্রতার সাথে কঠোর থেকে কঠোর
সংগ্রামের পরে, তবেই জীবনকে সঠিক রূপে
চেনা যায়।
অপরের নির্মিত শান্তিনিকেতনে নিদ্রায়
রত হয়ে জীবনকে চেনা কখনো সম্ভব নয়।
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা।
২/৩/২০১৭
সংরক্ষিত।