মোহঘোর
✍- উজ্জ্বল সরদার আর্য
বৃদ্ধ বয়সে আপন আবাসে
ধরেছি তোমার হাত ভালোবেসে,
কলম নিয়েছি তুলে কম্পিত হাতে উল্লাসে গো!
ধরা দাও হে-অধরা কবিতা করোনা নাটকীয়তা,
বিধাতা সম মনে করি আমি তারে গো।
কত মিলবে যশ-খ্যাতি, আমি মানি-না ভীমরতি,
করি আরতি প্রীতি প্রদীপের শিখায়!
শুনে হেসে-হেসে কবি কয়,
ধরা কি দিয়েছে সে তোমায়?
ও-যে কেবল মিছে কবির অভিনয়!
এই জীর্ণ জীবনে, অবাঞ্ছিত অবয়বে,
ফুটে-না ফুল চৈতালির ছোঁয়ায়।
বছর ঘুরে যে বসন্ত আসে পৃথিবীকে ভালোবেসে,
তা তোমার-আমার সব চেনা ওগো সব জানা!
সেই পরিচিত প্রেম, প্রাণে-পেলেম,
শুধু নামটি ভিন্ন তার রেখেছি নীলাঞ্জনা।
প্রেম নবীন, চিরন্তন, শাশ্বত
প্রাণে জাগে অবিরত-
ছুটে যাই মধুর মিলনে কত সকাল-সন্ধ্যা সাজে!
লাজ ভুলে যাই পুষ্প হাতে মিনতি জানাই,
চরণ ধাক্কায় পথে পড়ে থাকা নূপুরও ওঠে বেজে।
তাই দিগন্ত পেরিয়ে এসেছি তোমারে ভালবেসেছি
লিখেছি আজ তোমায় নিয়ে কত কবিতা,
তবুও হৃদয়ে শুধু অপূর্ণতা -
অচেতন অন্তর, কল্পনায় অবান্তর,
হারিয়ে যেতে চায় বহুদূর!
পড়ন্ত বেলা যে-যেতে চায় না, হৃদয় খোঁজে করুণা,
যৌবন শেষে হয় কি সম্পর্ক-সুমধুর?
তবুও প্রেম উপাধি দিয়ে হাত বাড়িয়েছি
পুরাতন প্রেম ভুলে নব সঙ্গ ধরেছি,
শ্রেষ্ঠ সুন্দরতা খুঁজেছি বেঁচে থাকার লালসায়!
তবে কবি কেন দিচ্ছে ধিক্কার
বলছে এ-প্রেম নয় গো তোমার,
আজও তুমি পথ ভুলেছ মিছে প্রেম-মোহ-মায়ায়।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং-১৩ ওই জুলাই ২০১৯ সাল,
বাংলা- ২৭ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ (শনিবার)
দাকোপ খুলনা বাংলাদেশ।