মোহিনী
    ✍-উজ্জ্বল সরদার আর্য

      হে প্রিয়তমা, বিরহ-বেদনা বুকে নিয়ে
               বসে আছি একা নির্জনে!
  আমার আকুল আঁখিতে অশ্রু ঝরছে ক্ষণে-ক্ষণে।
তবু তুমি কথা রাখলেনা আজও ফিরে এলে না,
            প্রতীক্ষায় দিন চলে যায়!
খুঁজেছি দিগন্ত পেরিয়ে পথের ধূলায় রক্ত ঝরিয়ে,
         ওগো বলো আজ তুমি কোথায়?
একদিন সঙ্গিনী ছিলে সকল স্মৃতি ডুবিয়ে নিতলে
            চলে গেলে চুপিচুপি অন্তরালে,
আজও তোমারে ভালোবাসি বেলাশেষে ঝরে পড়ে
     ফুল রাশিরাশি, বিষের বাঁশী বাজে প্রাণে,
         আকুলিত হয়ে পড়ে আছি নির্জনে -
                   শূন্য শুষ্ক ভূমণ্ডলে।

    যখন তোমার চোখের চাওয়ায় প্রভাতি আসে
   শরতের শিশির হয়ে মিশে থাকি সবুজ ঘাসে,
      তুমি নূপুর পায়ে এই পথে যখন আসতে
          ঝরা শিউলি কুড়োতে-আমার বুকে!
               চরণ ধুয়ে দিয়েছি রাঙিয়ে
  তবু নত হয়ে চেয়ে দেখলেনা জীবন কেটেছে শোঁকে।
           তবে মালিনী হয়ে প্রসূন কুড়িয়ে,
                কেন গেঁথেছিলে মালা?
   আষাঢ়ের নিশুতি রাতে দেখেছি বধূ সজ্জাতে
  সহসা কে যেন এসে নিয়ে চলে গেলো প্রভাতে
আমার অন্তরে জ্বলছে দহন কেবল বিরহের জ্বালা।

জানি তুমি দুর্লভ, দুর্ভাগ্য ললাটে লেখা অসম্ভব-
                    তোমায় পাওয়া,
        তবু ভালোবেসেছি বিশ্বাসে বেঁচে আছি
    আজ আশাহত মন শ্রাবণের পেয়েছে ছোঁয়া।
      অনৃতভাষিণী, কথা দিয়ে কথা রাখিনি-
                   প্রমত্ত-পতত্রি সে!
       ধরতে চেয়েছি যত দূরে সরে যায় তত
            হয়েছি অবহেলিত ভালোবেসে।
      তবে সেদিন ছিল কি তোমার মিথ্যা প্রেম?
       আঁধারের বুকে পথ হারালাম-- নিরাশায়!
           মোহিনী, মায়া দিয়ে ধরা দেইনি-
                মন মাতিয়েছিল ছলনায়।
    হে-প্রেয়সী হৃদয় ভাঙা যাতনা যদি তুমি বুঝতে
        তবে থাকতে না অধরা, ঝরাতে না ফুল!
         ভালোবেসে করেছি ভুল গড়েছি অকূল-
                       অশ্রুজলে,
         তবু রেখেছি হৃদয়ে থাকবে অনন্তকাল
            জানি আমারে তুমি গিয়েছ ভুলে।


রচনাকাল ২৬ জুলাই ২০২১ খ্রিস্টাব্দ,
৯ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।