মৃত্যুঞ্জয়
✍-উজ্জ্বল সরদার আর্য
অনেক বেদনা সয়ে বিরহ বহ্নি শিখায় ক্ষয়ে,
অশ্রু ধারায় অকূল ভরিয়ে আমি আঁধার গুহাবাসী।
ধ্যানগম্ভীর রিক্ত চিত্তে শত-সহস্র বছর পার করে
অবহেলিত-লাঞ্ছিত-পীড়িত প্রাণের জাগরণী যুদ্ধ,
জগতের বুকে আজ এনেছে সংশয়।
ভেঙে পড়ছে পাহাড়, উর্মিতে উন্মাদ দরিয়া,
ভূ-কম্পিত ভুবন--উঠেছে সাইক্লোন,
অভ্র অন্তরীক্ষ জুড়ে বিজলী করছে গর্জন।
হৃদয়ের শত কষ্ট একত্রিত হয়ে ধরেছে ভৈরবী রাগ।
ঝরে পড়ছে আঁখিতে আগুন, ডমরু বাজছে
রুদ্রের নৃত্যে পালিয়েছে ফাগুন।
আজ আমি কোন প্রেমিক নই,
নই বাঁশিসুরে মন মাতানো কোন রাখাল।
এখন, মোহিনী শক্তিও হেরে যায় আমার
ব্রহ্মব্রতর কাছে, জীবনের সকল দুরন্ত ইচ্ছাকে
ফেলে এসেছি অনেক-অনেক পাছে।
আজ আমার অতীত সময়ের প্রবর্তনে
হারিয়ে গেছে, হারিয়ে গিয়েছি আমি
তোমার অবহেলায়!
তাই জানালার ফাঁকে নয়ন রেখে,
চিনতে পারবে কি আমায়?
সম্মুখে এসো, আর নয়নে নয়ন রেখে দাও
আবারো প্রতিঘাত।
আজ আমার পদধ্বনিতে কেঁপে ওঠে কত বুক,
পিষ্ট হচ্ছে কত ফুল, যোদ্ধারা পালায় প্রাণের ভয়ে!
তবে ভালোবাসার মৃত্যুঞ্জয়ীর মৃত্যু কি হবে,
কে মারবে?
রক্ত দানে দিয়ে গেলাম জীবনভর তোমাকে রাঙিয়ে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৪ ডিসেম্বর ২০১৮ সাল,
দাকোপ খুলনা, বাংলাদেশ।