মানুষ মানুষের জন্য
    ✍উজ্জ্বল সরদার আর্য

    তৃষিত অন্তরে অন্ধকারে পড়ে আছি এই জগতে
        বেদনা-ব্যথা জেগে ওঠে প্রাণে
                    ক্ষণে-ক্ষণে নিশুতি রাতে।
        বুকে জ্বলে দহন, আঁখিতে হয় অশ্রু বর্ষণ,
    ব্যর্থ জীবন আমার সন্ধ্যা-সকালে চেয়েছি তোমার
             প্রেমের প্রদীপ জ্বালিয়ে দুয়ারে!
    আরতি করি,
        প্রসাদ সাজাই,
               দীপ জালি,
                    প্রণাম করি তোমার পায়;
        তবু পাই না মুক্তি করি শুধু ভক্তি তোমারে-
                ওগো তুমি আর কত দূরে?

             আজ কি হবে আর আমার দ্বারা?
       বাঁচিয়ে রেখেছে ওরা মানবতার জয় গানে!
     নয়নে অন্ধকার,
            দুরাশা স্বপ্নে ভেঙেছে নিদ্রা আমার,
                      নিশীথিনী ক্ষণে।
     তুমি প্রাণহীন প্রতিমার মত দাঁড়িয়ে আছো অবিরত
          যা চেয়েছি দাওনি দিয়েছ বেদনা-দুঃখ দান!
               আমি সঁপেছি প্রাণ--তোমার চরণে,
                  চেয়েছি তোমায় জীবন মরণে,
              আজ নিজে নিজেকে দেই বলিদান।

                  অমরত্ব প্রাপ্তি হয় না করো
             কেউ-কেউ অমর হয়ে যায় সংসারে,
              প্রাণহীন প্রতিমা আছে যত মন্দিরে
                   একদিন ভেঙে পড়বে ওরে-
                 মিথ্যা বিশ্বাসে বেঁচে থাকা নয়,
                   মানুষ বাঁচুক মানুষকে ঘিরে।
                  আজ বুঝেছি এই সৃষ্টি'ই তুমি
              অনন্য রূপে তোমার পেয়েছি পরিচয়,
                   যদি হয় মানুষ মানুষের ঈশ্বর
             দূরীভূত হবে সংশয়-- দুঃখ-বেদনা-ভয়
                ওগো আজ মানবতার হোক জয়।


রচনাকাল ২ জুলাই ২০২১ খ্রিস্টাব্দ,
১৭ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ শুক্রবার,
দাকোপ খুলনা, বাংলাদেশ।