মানবতা আজ মুখ থুবড়ে পড়ছে অসুন্দরের পদতলে
  ✍-উজ্জ্বল সরদার আর্য

দিনদিন অদ্ভুত পরিবর্তন হচ্ছি আমরা,
পরিবর্তন হচ্ছে আমাদের সমাজ।
কেননা সৃষ্টির প্রতি না আছে কোন প্রেম,
আর না আছে অপর অন্তরের
কষ্ট, দুঃখ,এবং সুখ অনুভব করার শক্তি।

এর কারণ লোভ-লালসা
আমাদের অন্তর কে ঘিরে ধরেছে।
আজ মানুষ হয়ে মানুষকে ব্যবহার করে
মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে।
গরীবের প্রতি অত্যাচার,শাসন,শোষণ,
কটুবাক্য, এবং পদাঘাতে অশ্রু ঝরিয়ে
খোঁজে আত্মতৃপ্তি।

আজ কেউ কোন মহৎ কর্মে নিজেকে
নিযুক্ত করে না,আর না কোন জ্ঞানের
পথে অগ্রসর হয়।
বরং ভালো কিছু করতে গেলে,
শত্রুর অভাব হয় না।
তাই তো প্রেমহীন,ভক্তিহীন জীবন
হয়ে উঠেছে মিথ্যা অভিনয়ের মত।

সুন্দরকে-সুন্দরতা দিয়ে বরণ করতে হয়,
কিন্তু আজ সুন্দরকে অসুন্দর করার চেষ্টায়
উজ্জীবিত সকলে।
ভোগ বিলাসে মেতে থাকা মানুষ,
কি করে করবে সুন্দর কে সম্মান,শ্রদ্ধা,
আর কি করে গড়বে সুন্দর পৃথিবী?
তাই তো মানবতা আজ মুখ থুবড়ে পড়ছে
অসুন্দরের পদতলে।

আজও পরম্পরা মেনে করা হয় ধর্ম পালন।
জাতি হিংসা,বিদ্বেষ, কলহ,দলাদলিতে
প্রকাশ করতে ব্যস্ত বীরত্ব।
কিন্তু আত্ম চেতনায় শুদ্ধ রূপে জীবের মধ্যে
আত্মদর্শন না করে,
নোংরা মানসিকতায়-সমালোচনায়
একে অপরকে নিন্দা করে,
চরিত্রে কালি ছিটিয়ে নিজে নিজেকে গর্ভ করে
বিনষ্ট করে সুন্দরতা।

এখন এই সমাজ হাতে মদের বোতল,
এবং জ্বলন্ত সিগারেট ঠোঁটে চেপে
প্রকাশ করে আধুনিকতা।
ভদ্রতা নয়, অভদ্রতায় মানুষ সুখ খুঁজে পায়।
তাই বলতে ইচ্ছা করে, পৃথিবী একটা রঙ্গমঞ্চ,
আর এখানে প্রতিমুহূর্তে চলছে ভদ্রতার আড়ালে
মানবতা বিরোধী নিষ্ঠুর অভিনয়।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ৯ সেপ্টেম্বর ২০২০ সাল,
বাংলা- ২৪ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা বাংলাদেশ।