মানবিক বোধে জাগুক প্রাণ
       ✍-উজ্জ্বল সরদার আর্য

প্রকৃতি পরিবর্তন চায়, আর সময় সবকিছু কে পরিবর্তন
করেই থাকে।
কিন্তু মানুষ পরিবর্তন কে অন্তরে গ্রহণ করতেই চায় না।
পরম্পরা এবং পুরাতন নিয়ম কে জীবনে এতোটাই
স্বীকৃতি দেয়, যে ন্যায়-অন্যায় এবং ধর্ম-অধর্মের তফাত
বুঝতেই পারে না।

জীবনে সংঘর্ষ প্রত্যেকে কমবেশি করে,
কিন্তু তা কেবল নিজ স্বার্থ,লোভ-লালসা,মোহ,আশা-
আকাঙ্ক্ষায় করে থাকে।
প্রতিবাদ বা ন্যায়ের জন্য কেউ বলিদান দিতেই চায় না,
বরং প্রতিশোধ,রাজত্ব,যশ, খ্যাতি, ও সম্পত্তি প্রাপ্তির
আশায় যুদ্ধ করে জীবন কাটিয়ে দিতে এই মানুষ জাতি
অভ্যস্ত।

আর সেই সুযোগে অধর্মী, দুরাচারী, মিথ্যাবাদী, লোভী
সামর্থ্য ও শক্তিধর মানুষেরা নিজেদের ইচ্ছা মত রাজ্য
পরিচালনা করে।
আর তখন দেশ বা সমাজের সাধারণ মানুষ শোষণ,
শাসন,ধর্ষণ, পিঁড়া, অত্যাচারের শিকার হয় প্রতিদিন।

ক্ষুধা-দরিদ্রতা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে।
তৃষিত প্রাণ অচল হয়ে যায়।
দুঃখে, শোকে,অভাবে-অত্যাচারে ক্রন্দন ধ্বনি
আকাশ-বাতাস কে অবরুদ্ধ করে।
চতুর্দিকে হয় অকাল মৃত্যু, সর্বদা জ্বলতে থাকে শ্মশান,
ধোয়া, পচা গন্ধ, জীবনকে দুর্বিষহ করে তোলে।

তাই মানবিক বোধে জাগ্রত হতে হবে,এবং মানসিকতা
পরিবর্তন করতে হবে আমাদের প্রত্যেকের।
ন্যায়,ধর্ম এবং সত্যকে প্রতিষ্ঠা করতে হবে অন্তরে,
করতে হবে সমাজ-সংস্কার।
আর তার জন্য যদি বলিদান দিতেই হয়,
তবে প্রস্তুত হও নব যুদ্ধ, সংগ্রাম এবং রক্তে ভূমি পবিত্র
করতে যাও রণক্ষেত্রে।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ৮ অক্টোবর ২০২০ সাল,
বাংলা- ২২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।