মা তোমার আঁচল ছায়ায় ঠাই দিও গো আমায়
✍-উজ্জ্বল সরদার আর্য
মা তোমার আঁচল ছায়ায় ঠাই দিও গো আমায়,
কত রক্ত দিয়ে প্রাণ হারিয়ে পেয়েছি তোমায়।
আজও রঞ্জিত চরণে শহীদ স্মরণে
হেটে যাই আমি বুকে,
বারুদ গন্ধে ক্ষত কবিতার ছন্দে
ক্রোধিত চিত্তে দাঁড়াই রুখে।
অবশেষে নির্মল বাতাসে, প্রাণ আমার জুড়িয়ে আসে,
শস্য খেতের ঢেউ এসে-তোমাকে সাজায়।।
তোমার গানের সুর ধরে গান গেয়ে যাবো জনম ধরে,
পেয়েছি আমি স্বর্গ সুধা সঁপেছি প্রাণ তোমারে।
তুমি চরণে একটু জায়গা দিও,
ভোরের আলোয় ডেকে নিও,
সংগ্রাম শেষে নিষ্প্রাণ নয়নে নিদ্রা আসে
ফুলের গন্ধে আছি ভেসে তোমার রূপসী বাংলায়।।
✍উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২ ডিসেম্বর ২০১৯ সাল
বাংলা.. ১৫ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ সোমবার।
দাকোপ খুলনা বাংলাদেশ।