তুমি শ্রেষ্ঠা - তুমি নারী,
তোমায় বিনা জগৎ অাঁধারি।
তুমি পরমা প্রকৃতি,
তুমি অন্নপূর্ণা পার্বতী।
তুমি দশ ভুজা নারী,
তুমি মুক্ত করো সকল মহামারি।
তুমি কার্য বিশেষ ধরো রূপ,
তোমায় দেখে অসুরের কাঁপে বুক।
তুমি দূ্র্গা, তুমি মহামায়া,
তুমি'ই লক্ষ্মী !
তোমার দ্বারে আশা পূর্ণ্য করে অভাগী,
বিনাশ হয় আশ্রয়ের অলক্ষ্মী।
তুমি সরস্বতী, তোমার কোলে জ্ঞানের বীণা বাজে অতী ;
তাই দিবা -নিশি তোমার দ্বারে নৃত্যে মাতি।
তুমি গঙ্গা, তোমার প্রবাহে অসুরের ভাঙ্গে দাঙ্গা ।
তুমি আদি - তুমি অন্ত,
তুমি সকলের সর্বশ্রেষ্ঠ !
মাতা রূপে তোমার চরণে মস্তক থাকে সদা নতো ।।
তুমি করো মেদিনীর বুকে লীলা,
সব হাতে সদা অস্ত্র থাকে হও তুমি কালা।
গদা, পদ্ম, ও শঙ্কমূল, আরো আছে খাড়া, ত্রিশূল!
তুমি যে অসুর বিনাশের প্রধান মূল।
তুমি মা - আমি তব সন্তান,
যেমন চালাও তেমনি চলে আমার জীবন মান।
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা।