লুকোচুরি
✍-উজ্জ্বল সরদার আর্য
তোমার ওই প্রেমের লুকোচুরি খেলা
আমার সনে ফলবে না আর ফলবে না,
এবার তোমায় ধরবো বেড়িয়ে
বসাবো আমার হৃদয়ে
ওগো কেউ জানবে না গো জানবে না।
আমার সনে যত করো লুকোচুরি
ততো লুণ্ঠিত হয়ে চরণ ধরি---
ওই উদাসী নয়নে নয়ন রেখেছি
কত পান্থ হয়ে পথে-পথে ঘুরি---
আজ অমর প্রেমের ছেড়েছি তরী।
কত প্রতীক্ষায় কেটে যায় আজ ওগো বেলা
বসন্ত বাজায় বেহালা
ফুল ফোটে না ওগো ফোটে না---
শুধু নয়ন সলিলে রাঙিয়ে পদতলে
কুসুমচয়নে মন দোলে,
ওগো এসো সব ভুলে তোমার বিহনে
বাঁশি বাজে না আর বাজে না।
জানি তোমার কঠিন হৃদয়
তবুও আমার হাওয়া লাগলে হিয়ায়
সৃষ্টি হবে প্রথম প্রহরে প্রেমের উদয়।
যদি ভেঙে যায় আমার সকল সাধনা
তবুও তোমায় আমি ভুলবো না গো ভুলবো না,
আজ বেদনা ভরা বুকে চাই তোমাকে
তুমি ঝরিয়ে দাও ওগো কৃপার কোনা,
তবে নিমেষেই ফুটবে প্রেমের ফুল
গন্ধ ছড়াবে বকুল এই নিধুবন---
ধন্য হবে আমার মন এই যৌবনে।
আজ কত পাখি গান গায়
ডানা মেলে উড়ে যায়,
অরুণ আসে রজনী শেষে
শীতল সমীর এসে নীরবে ছুঁয়ে যায়,
আমি এ-জীবন দিয়েছি তোমায় বেঁধেছি মায়ায়
ধরেছি হাত আর ছাড়বো না গো ছাড়বো না---
গোপন ঘরে রেখে তোমায় সাজাবো দেবী সজ্জায়
ওগো কেউ জানবে না গো জানবে না।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২৮ সেপ্টেম্বর ২০১৮ সালে
বাংলা ১১ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।