কতদিন আর খুঁজবো তোমায়
✍-উজ্জ্বল সরদার আর্য
কত দিন আর খুঁজবো তোমায়
চলবো একা এই পথে,
আশায়-আশায় দিন চলে যায়
তবু হয়না দেখা তোমার সাথে।।
নীরব নির্জনে গহীন এই বনে
গন্ধ বিলিয়ে গেলে চলে,
ওগো চামেলি এসেছে চৈতালি
মালী তোমায় খোঁজে অশ্রুজলে।।
ওই পরিচিত গন্ধ নূপুরের ছন্দঃ
আজও যায় না গো ভোলা,
হৃদয় আমার বিরহে ভার
চলে গেলো জীবন বেলা।।
ওগো তুমি এসো ফিরে
হৃদয় মন্দিরে জ্বালাও প্রেম শিখা,
আমি ভুলিনি ভুলবো না
অনন্ত প্রেম অনন্ত দিন থাকবে হৃদয়ে লেখা।।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১০ ডিসেম্বর ২০১৯ সাল
বাংলা ২৩ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ
দাকোপ খুলনা বাংলাদেশ।