কিসের আশায় প্রভাত বেলায় ফুল ফোটে বনে
       ✍-উজ্জ্বল সরদার আর্য

           কিসের  আশায় প্রভাত বেলায়,
                       ফুল ফোটে বনে?
            কোন পিপাসায় ঝরে যায় আবার,
               রেখে রিক্ত ভুবন অশ্রু নয়নে?
                আপন স্বজন প্রীতির টানে
              সুগন্ধ ছড়িয়েছে আপন মনে
              আজ পদচারণে ধূলায় মিশে,
                     ভুলেছে জনম মরণে।
            মায়ার সংসার সাজাবে কত আর
                 সেজেছে এবার যাত্রা পথে,
             সকল মায়া ভুলে পারাবার কূলে
            দাঁড়িয়েছে শেষ সুখের সঙ্গী সাথে।
                  একসাথে আসে না কেউ,
                বিদায় দিনে মনে উঠে ঢেউ,
           তবু-যেতে হবে নিষ্প্রাণ দেহ বর্জনে।




✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ৫ এপ্রিল ২০২০ সাল,
বাংলা ২২ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।