ওরে ভয় নাই- আর ভয় নাই,
দুলিয়া দুলিয়ে গর্জে উঠেছে হিমালয়।
তিমির অন্তরীক্ষে অভ্র আঘাতে আজ ত্বড়িৎ জ্বলে,
মুক্ত আমরা অসুর সব দেহান্তে দোলে।
ভেঙেছি তালা, আগুন জ্বালা, দানব দ্বারে ! ,
দুরাচারী "কালীয় কালিন্দী আছে দখল করে।
",বিষ ছাড়ে, পাখী তাই ফেরেনা নীড়ে ,
সেথানে আজ মাধবের নৃত্য দেখি জনতার ভিড়ে।
বারে বারে আসে অসুর হয়ে উঠতে চায় রাবণ,
রামের বানে ধ্বংস হয় অমৃতা ঝরায় শ্রাবণ।
যার হৃদয়ে ধর্মের বাস, সে করে শত্রু নাশ,
অবনী রক্ষায় বিভীষণ দেয় রামের সংঘ !
শত্রু মুক্ত মেদিনী গড়া ধর্মের অঙ্গ।
লোভ লালসায় ওরা করে কেবল ছলনা,
অধিক অমৃত পিড়া দায়ক মূর্খরা তো যানেনা।
মা হারিয়ে হনুমান হয়েছিল শ্রেষ্ঠ বীর মহান,
সায়ব লাফিয়ে লঙ্কা পড়ায়ে, গেয়েছিল জয়গান।
তবুও মেদিনীতে অসুরের আবীর্ভাব হচ্ছে প্রতি প্রভাতে,
শকুনি, দুর্যোধন সহ
শত ভ্রাতা রাজ্য চায় দখল করতে।
তাই অর্জুনের হাতে হবে কর্ণ নিপাত, ভিম্মের হাতে
দুর্যোধন সহ শত ভাই ,
ভীষ্ম দেখো আজ সাজসজ্জায়,
শিষ্যের হাতে হয়েছে গুরু দ্রোণ পরাজয়।
//
উজ্জ্বল সরদার
দাকোপ - খুলনা
--------------///--------------