কালের স্রোতে ভেসে যেতে ছেড়েছি প্রাণ তরি,
চোখ মেলে তাকালে দেখি স্বজন লাশের সারি।
শোকাহত পৃথিবী শুধু কেঁদে যায়,
মিছে মায়ায় ডেকনা আর আমায়,
আমি জনম  ভুলে ডুবছি অকূলে
বাধা দিও না পথে হবে দেরি।।
যে বিষ সেবনে ঝড় ওঠে প্রাণে,
ভুবনে তাহা ছোঁড়ালে কে তুমি?
আজ প্রাণ দানে অঞ্জলি দেবো
চরণে লুণ্ঠিত হবো আমি।
যদি খুশি হও সঙ্গে নিয়ে যাও
ফিরিয়ে দাও সুন্দর ধরণী,
হেসে উঠুক পুষ্পরেণু বেজে উঠুক বেণু
শেষ হক রজনী,
প্রয়াণ দিনে প্রেমের টানে বারে বারে পিছু ফিরি।।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৯ মার্চ ২০২০ সাল,
বাংলা-৫ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।