ওগো কাছে এসো পাশে বসো ভালোবাসো গো আমায়।
      ✍-উজ্জ্বল সরদার আর্য


ওগো কাছে এসো পাশে বসো
            ভালোবাসো গো আমায়,
আমি তোমার হাত ধরে প্রাণ ভরে
          গন্ধ নেবো গোধূলি বেলায়।

কত আঁকবো ছবি হবো শিল্পী কবি
           আকাশে রং ভাসিয়ে,
তুমি চেয়ে দেখবে জড়িয়ে থাকবে
             চিরকাল আমায় নিয়ে।

ইচ্ছা যত জাগবে মনে বলবো তোমারে,
তুমি আমার শুধুই আমার আছি তোমায় ঘিরে,
ফুল ফোটা বনে পথ চলেছি দুজনে
           বসন্ত বাতাস বয়ে যায়।।

ওই দুজনের দুষ্টুমিতে একটু মেতে
          তুমি করো অভিমান,
আমি ফুল তুলে নিয়ে তোমায় দিয়ে
        খুশিতে ভরিয়ে দেই প্রাণ।

কত নত হয়েছি কত ক্ষমা চেয়েছি
        কেঁদে-কেঁদে চরণ রাঙিয়েছি,
অবশেষে এসে জড়িয়ে আমায় ছুঁয়ে
         বলো তুমি তোমার আছি।

আজ  মুগ্ধ মনে নয়নে নয়ন রেখেছি দুজনে
     করি আলিঙ্গন একটু আনমনে নির্জনে,
কত স্মৃতি সৃষ্টি হবে অধরে অধর রবে
         আমি পেয়েছি গো তোমায়।।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১ নভেম্বর ২০১৮ সাল
দাকোপ খুলনা, বাংলাদেশ।