ঝরা পাতায় পত্র লিখি করি তোমায় স্মরণ
       ✍-উজ্জ্বল সরদার আর্য

ঝরা পাতায় পত্র লিখি করি তোমায় স্মরণ,
এসো হে বসন্ত করো গ্রহণ আমার নিমন্ত্রণ।
পুরাতন ভুলে নতুনের দলে-দুলুক ভুবন,
বাতাসে উঠুক বেজে প্রাণে-প্রেম গুঞ্জন,
স্বজন আসুক ফিরে রিক্ত গৃহে করি আপন।।

জীর্ণ সাজে অস্তগমন হবে রবি কত,
আঁধারে হেটে চলা চরণ রক্তে-রঞ্জিত।
প্রেম পূজিত প্রাণে কবিতা হারালো আনমনে
আকুল নয়নে অশ্রু এনে
                 কবির মনে জ্বালালো দহন।।

এবার প্রভাকর প্রভায় আলোকিত হক প্রাচী,
ফাগুনের আগমনে হয়ে ওঠো সব্যসাচী।
ছুটে চলো উল্লাসে আবির উড়াতে আকাশে
বাতাসে ভেসে আসুক বন ফুলের গন্ধ,
ক্রোধ ভাঙাতে মধ্যরাতে
       কোকিল কণ্ঠে করি প্রেম আলাপন।।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ২৪ ফেব্রুয়ারি ২০২০ সাল,
বাংলা ১১ ফাগুন ১৪২৬ বঙ্গাব্দ (সোমবার)
দাকোপ খুলনা,বাংলাদেশ।