ঝরাফুল
✍- উজ্জ্বল সরদার আর্য
এসেছে ফাল্গুনী পূর্ণিমা অন্তরীক্ষে উঠেছে চন্দ্রিমা,
নির্জন নিশিতে নিরব সে বনে
পথ চলছি আজও অভিমানে-
অন্তরালে অনন্ত প্রেম-প্রাণে প্রিয়তমা।
কেটে গেছে আলোতে আঁখির আঁধার
সকল স্মৃতি মনে পড়ে বার-বার,
ফুল কুড়াতে এসে!
কল্পনায় কল্পতরু তুমি,তোমায় হারা বৈরাগ্য আমি,
ওই অধরা মাধুরীর মায়ায় ভেসে-
ভালোবেসে এসো হে তিলোত্তমা,
তোমার সন্ধানে কত রাত কেটে যায় বনে
বুকে বিরহ ব্যথা নিয়ে গড়েছি তোমার প্রতিমা।।
প্রদীপ জ্বেলে তাই বরণ করি চরণে পড়ে মিনতি করি,
তবুও নিষ্প্রাণ দেহে দাঁড়িয়ে আছে আজও
ওগো সুখ তারা’ বাক্য হারা’ আমায় ধরা দিও
আমি সঙ্গ হারা জগৎ মাঝে কুসুমচয়নে-চরণে ঝরি।
কত পদচারণ পেয়েছি বুকে
জানি কেউ নেবে না আঁচলে তুলে আমাকে,
চাতকের চাওয়া তো দুফোটা বর্ষণ!
আমি ঝরাই অঝরে অশ্রুজল অতৃপ্ত অন্তরে সর্বকাল,
এ-যেন বয়ে চলেছে শ্রাবণ-
শয়নে-স্বপনে শুধু তোমায় স্মরণ করি,
তুমি চলে গেলে হায়-রে ফুলের কুঁড়ি কই-রে
সমীরে সুগন্ধ আসে নারে সাগরে ডুবে আমি মরি।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২৪ সে জুলাই ২০১৯ সাল
বাংলা- ৭ ওই শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ (বুধবার)
দাকোপ খুলনা বাংলাদেশ।