প্রেমের প্রত্যাশা
✍-উজ্জ্বল সরদার আর্য
প্রেয়সী পিছু ফিরে তাকিয়েছে সহসা
বিক্ষিপ্ত মনে কি যেন চায় বলতে,
হয়তো আমার ব্যাকুলতায় বিরক্ত
লজ্জিত-নত অসহায় অন্তর রক্তাক্ত
ওগো ক্ষমা করে দিও এই শেষবেলাতে।
চকিত স্বরে ডেকেছিলাম কত তারে
দেখা দাও আমায় আপন করে,
তুমি ফুল ফুটিয়ে ফুল ঝরিয়ে
চলে গিয়েছিলে ফেলে আমারে-
দিয়েছিলে প্রাণে-পদাঘাত
আজও আছি আহত পাখির মত
মাটিতে ডানা ঝাপটাই অবিরত
আঁখিতে হয় অশ্রুপাত।
আজ আমার এই প্রেমের প্রত্যাশা
ভেঙে সর্বনাশা,
এখন মরণের স্বপ্ন মনে!
আমার বাজেনা বাঁশী তুমিতো শশী,
জ্বলে আছো ওই নীল গগনে।
হয়তো একদিন থেমে যাবে সব গান
তৃষিত আমার প্রাণ,
আমি থাকবো স্মৃতির সাথে!
তুমি আমারে ভুলে চলে যাও
নব বসন্তে বন্ধু খুঁজে নাও
ছেঁড়া নূপুর আমি থাকবো পড়ে পথে।
আজ অঙ্গে আমার জমেছে ধুলা
জনম ভরে করেছ হেলা-
করেছ অভিমান
আর যাবনা তোমার ওই দ্বারে,
তুমি স্বাধীন চিরতরে,
চির উল্লাসে করো কোকিল কণ্ঠে গান।
দান ফিরিয়ে দেবো সব রক্তের দামে
দাস হয়ে এসে জনমে-জনমে,
তুমি শুধু ছড়িয়ে দিও ঘ্রাণ!
আমি খুঁজে নেবো সেদিন তোমায়,
তুমি আজ যাও গো সুখের আশায়,
তোমার অধরে ফুল ফুটিয়ে বিদায় নিয়ে
নিলাম অবসান।
যমালয় পথে বেরিয়ে আমি সঁপেছি প্রাণ।।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৬ জানুয়ারি ২০১৯ সাল
দাকোপ খুলনা, বাংলাদেশ