যদি মন কাঁদে তুমি খুঁজে নিও
   ✍-উজ্জ্বল সরদার আর্য

চলতে-চলতে যদি ক্লান্ত হও,
যদি মধ্য রাতে মনের মাঝে
একাকীত্বের ঝড় ওঠে,
     তুমি খুঁজে নিও আমায়!
আমি রজনীগন্ধা হয়ে সুগন্ধ বিলিয়ে
রেখেছি তোমার আঙিনায়--
রজনী যাপনে।

যদি আঁখি ছুঁয়ে শ্রাবণ আসে
মেঘ জমিয়ে বুকে,
তুমি আড়ালে ঘোমটা তুলে
চুপিচুপি বিজলী আলোয় এসে
ডেকে নিও আমাকে।
আমি নরম হাতের আলতো ছোঁয়ায়
মুছিয়ে দেবো জলধারা,
রাখবো জড়িয়ে প্রেমের উষ্ণতায়
শুষ্ক ঠোঁটে চুম্বনে ফোটাবো হাসি।

যদি তুষের অনলে ঝলসানো মন
সহসা ওঠে জেগে
                আকুল প্রেমের গানে,
যদি স্মৃতিরা ভিড় করে কবিতা হতে
শরৎ সকালে শিউলি তলে,
তুমি বাড়িয়ে দিও হাত আমার রিক্ত হাতে!
পায়ে-পায়ে হেটে যাবো অনেকটা পথ
আদরে-আদরে অনুভবে।


রচনাকাল ১৮ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ,
১ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।