জননীর কান্না
✍-উজ্জ্বল সরদার আর্য
যে আকাশে সূর্য হাসে সে আকাশে-ই ঝরে বাদল,
দিনের শেষে রজনী আসে এবার করবো দেহ বদল।
ওগো-‘মা’ তোমার কোলে হৃদয় দোলে
করেছি অনেক খেলা,
আজ ডাক এসেছে ফুল ঝরেছে
যায় চলে বেলা।
কত যাতনা সয়ে নিজে না খেয়ে
অন্য দিয়েছো তুলে গালে,
প্রতিদানে কি দেবো এই জীবনে
যেতে হবে আমারে অকালে।
ওগো-বিদায় দাও হে-জননী আমার
অশ্রু মুছে ফেলো এবার
গান গেয়ে দাও ঘুম পাড়িয়ে,
জেগে ওঠে শৈশব স্মৃতি ছিল মধুর প্রীতি
থাকতে চাই তোমার কোলে শুয়ে।
কে হয় গো এমন সৌভাগ্যবান
এ-যেন নয় গো আমার যৌবন
অতীত শৈশবকাল,
মৃত্যু কালে-ও ঘুমিয়ে আছি মায়ের কোলে
ধন্য জনম ধন্য আমার অন্তকাল।
জানি, চলে গেলে অশ্রুজলে
হবে অন্ধ তোমার নয়ন!
রিক্ত নিলয়ে থাকবে আঁধার ছেয়ে
শূন্য বুকে জ্বলবে দহন।
ওগো-জননী, আমি যেতে চাইনি
তবু যেতে হবে!
এভাবেই একদিন সকলেই ছেড়ে যাবে।
শত যাতনা আপন করি যত
মৃত্যু নিকটে এসেছে ততো,
আজ ভুলেছি দুঃখ-বিরহ-মরণ-দহন
চরণে তোমার হই নত।
অন্তিম দিনে অশ্রু ঝরে তোমার নয়নে
কি করে আজ নেবো বিদায়,
মায়ার বাঁধন কি করে ছিঁড়বো এখন
ক্ষমা করো আমায়।
ওই মৃত্যু ধ্বনি আমি শুধু শুনি
এবার যেতে হবে চলে,
বিদায় জননী বলে-
দূর-দিগন্তরে;
যদি মনে পড়ে মূরতি দেখে
খুঁজে নিও আমারে আপন অন্তরে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ২২ আগষ্ট ২০২০ সাল
বাংলা- ৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, শনিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।