নিকেতনে কে আছো তুমি?
দ্বারে এসেছি দেখো আমি।
আজ অভ্র যমেছে ঈশানে
আঁধার নেমেছে আঁখিতে,
আমি পান্থ আমি ক্লান্ত
ক্ষুধার্ত কম্পিত শীতে।


আজ এই ঘন তিমিরে,
দেখিনা কারো দুয়ারে,
এসেছি  'তাই তব দ্বারে,
মোরে করুণা করো,
না হলে যাবো দেহান্তের পারে।
মারুত হয়েছে ক্ষীপ্ত,
বৃষ্টি অশ্রান্ত,
বারি প্লাবনে পৃথিবী ক্ষরিত,
হয়েগেছি আজ ক্লান্ত।
সব কিছু হচ্ছে আজ চুরমার,
মোর হয়েছে আশফুটো,
দুঃখের সায়ব হতে পারলাম না পার।

ওগো,কে আছো নিকেতনে?
দামিনী জ্বলছে দেখ্ অন্তরীক্ষে ক্ষণে ক্ষণে।
ওর ঝংকারে  কম্পিত ধরণী,
চকিত মনে উঠেছে রমাঞ্চিত রাগিনী,
মোর নয়নে যামিনী।
করুণাময় করুণা করো মোরে,
দ্বার  খুলে দেও এবারে,
মোর সর্ব অবয়ব কম্পিত হচ্ছে,
হুতাশনে পুড়ছে জ্বরে।

তবুও খুললেনা তব দ্বার,
লুণ্ঠিত হয়ে মৃত্তিকায় পড়লাম এবার।
সলিলের স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে
দেখ্ দরিয়ার বুকে,
তবুও,  ডাকছি বার বার একা চিত্রে
তোমাকে।
যানি, হয়েছি তো অভাগা,
নব পথ রচনা করি,
পথ হলো মোর উত্তম যায়গা।
///
উজ্জ্বল সরদার।
দাকোপ - খুলনা
------------★---------------