জীবনের শেষ অঞ্জলি দিতে এলাম তোমার পায়
✍-উজ্জ্বল সরদার আর্য
জীবনের শেষ অঞ্জলি দিতে এলাম তোমার পায়,
বসন্ত বকুলের মত তাই ঝরে ঝরে যাই।
রাতের আঁধারে আঁখি যদি না মেলো
মনের দৃষ্টিতে দেখে নিও
ঠাই দিও ওই অচেনা অন্তরে আমায়।।
প্রহর জেগে যারা করে প্রাণ প্রেমে পূজা-
পথ প্রদর্শনে,
প্রভাকর-প্রভায় ভুবন চিনিও সঙ্গ দানে।
আমি অন্তর আসনে বসিয়ে ছেড়েছি প্রাণ তরি
হে-প্রভু,সাগর জলে তবে ডুবে কেন মরি?
করুণ সংশয়ে সঙ্কটে আজ ডেকেছি তোমায়।।
আকুল আঁখির অশ্রুতে পথ রাঙাতে আসে কত
অনাহারে অন্তর অনুরাগে ধুলা মাখা দেহে হয় নত,
জানিনা কিসের পিপাসা প্রাণে প্রেম-সমর্পণে
বনের কুসুম কেন চরণে ঝরে যায়।।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল -২১ ফেব্রুয়ারি ২০২০ সাল,
বাংলা ৮ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।