কবে তুমি আর বুঝবে আমার জীবন বেলা যায় চলে
✍-উজ্জ্বল সরদার আর্য
কবে তুমি আর বুঝবে আমার
জীবন বেলা যায় চলে,
তোমায় পাবো না জানি ওগো সঙ্গিনী
যেওনা আমায় ভুলে।
আমি জনম ধরে তোমারে ভালোবাসি,
আজ আকুল মনে বাজে বিষের-বাঁশি,
তাই বারে-বারে আসি বেদনা বারিধি কূলে।।
শুধু মনে পড়ে স্মৃতি কত মধুর ছিল প্রীতি
বেলি ফুলে কবরী সাজাতাম,
শরৎশশী এলে আলোকে-আনন্দে দুলে
কুসুম-কুঞ্জে বসিয়ে তারে কবিতা লিখতাম।
আজ সে চলে গেলো কবিতা হারালো
ফুল ঝরে গেলো ওরে,
এ-যে সেই বসন্ত নয় প্রেমহীন প্রাণ মরুময়
বিরহ-বেদনায় খুঁজি তারে অশ্রুজলে।।
রচনাকাল, ৩ জুন ২০২০ সাল,
বাংলা ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ,বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।