যাতনা
✍-উজ্জ্বল সরদার আর্য
তুমি বলো, ভুল ছিলো কি আমার ভালোবাসায়?
মিথ্যা আশায় জাগালে প্রেম করেছো অভিনয়।
যদি সেই ছেড়েই যাবে, এসেছিলে কেন তবে?
ফুল ফুটিয়ে ফুল ঝরালে অশ্রুজলে ডেকেছি তোমায়।
এই শহরের অলি-গলি পার্কেতে
শুধু তোমার নাম লেখা,
যেদিকে তাকাই দেখি তোমায়
তুমি আমার শ্রী-লেখা,
তাই স্মৃতি রেখা ধরে আসি বারে-বারে
ছুঁয়ে যাই তোমায়।
প্রতি সন্ধ্যায় দুজনের আড্ডায়
ছিল কত কবিতা-গল্প-গান,
থেমে গেছে সব তারে হারিয়ে নীরব
হয়েছে আমার প্রাণ,
আজ শূন্য বেলকনিতে দাঁড়িয়ে প্রতি রাতে
দেখি তারা উদয়।
জানি আর আসবে না বসবেনা পাশে
দুটি হাত ধরবে না আমায় ভালোবেসে,
তবুও আমার বেলা যায় আশায়-আশায়।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২৯সে অক্টোবর ২০১৮ সাল
দাকোপ খুলনা, বাংলাদেশ।