জাতিভেদ
✍-উজ্জ্বল সরদার আর্য
জাতপাতের দোহায় দিয়ে রক্তের খেলা
আর কতদিন চলবে এই পৃথিবীতে?
আর কতদিন হিন্দু-মুসলিম-
বৌদ্ধ-খ্রীস্টান-শিখ-ইহুদি-
জৈনরা মেতে থাকবে সংঘাতে?
হে-রহস্যময় রোমাঞ্চকর অকুতোভয় পৃথিবী,
তুমি দেখেছ কি নিশুতি রাতের ভয়াবহ ছবি?
এখানে আগুনে ঝলসানো বীভৎস রূপে
দাঁড়িয়ে আছে সোনার বাংলা,
চারিদিকে চলছে সাম্প্রদায়িক হত্যা লীলা-
ঘনকাল মেঘে মুখ ঢেকেছে রবি।
আঁধারে অবরুদ্ধ ক্লান্ত ক্ষুধার্ত পথিকের পথ,
শুধু শুনি দেশ জুড়ে করুণ চিৎকার!
লুট-অপহরণ-ধর্ষণ-মন্দির-
মূর্তি ভাঙছে এখন,
ধর্ম অন্ধ-মৌলবাদী করছে নির্যাতন -
ওরে বিবাদ ভুলে মানুষ হও এবার।
শান্তি নেই, এ-পৃথিবীতে কোথাও শান্তি নেই-
এখানে ধর্মের নামে মানুষ মারা হয়!
ঘাতক পশুর দল দিনরাত রক্ত পিপাসায়
বেসামাল, মানবিক বোধ ভুলে
ওরা আসে দলে দলে করতে রাজ্য জয়!
সাধু বেশ, আসলে কেউ ধার্মিক নয়।
রচনাকাল, ২৪ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ
৭ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।