জাগো বাংলাদেশ
✍-উজ্জ্বল সরদার আর্য
চোর-ঘুষখোর ছেঁচড়া নেতায় ভরেছে ওরে দেশ,
জাগো-জনতা, জাগো হে-আমার বাংলাদেশ!
কি করে হবে উন্নতি? করছে দুষমন-দুর্নীতি,
বিশ্ব জুড়ে চলছে কলহ-যুদ্ধ-বিদ্বেষ!
জাগো-জনতা, জাগো হে-আমার বাংলাদেশ।
আজ গৃহশত্রু ভরেছে-মরছে কত ক্ষুধার্ত জনতা,
সম্পদ ছিনিয়ে অমৃত বাণী ছড়িয়ে করছে নিস্তব্ধতা।
করি যত মূর্খতা,বিধাতা মনে করে করি মিত্রতা ওদের!
কিন্তু ওরা দেশদ্রোহী, হও বিদ্রোহী দূর করো ফের।
সাধু সেজে ভদ্র ছদ্মবেশে থাকে মিশে এই পরিবেশে,
অন্তরালে করে ক্ষমতার অপব্যবহার দেয় অনিয়ম নির্দেশ!
জাগো-জনতা, জাগো হে-আমার বাংলাদেশ।
আজ ক্ষুধার জ্বালায় নিরীহ জনতা কেঁদে যায়,
হচ্ছে ক্ষয় নিচ্ছে বিদায় হই লুণ্ঠিত ওদের দ্বারে!
একমুঠো খাদ্যের জন্য করি ওদের ধন্য-ধন্য,
ওরা ঘুষখোর-চুরি-ডাকাতি-অপকর্ম করে।
তাই কতদিন ক্রন্দিত প্রাণে, দলিত হব ওদের চরণে?
রেখেছে প্রশাসন-পাহারায়-প্রাণ রক্ষায়!
এনেছে প্রলয়-করে ক্ষয়,ওরা কূটনৈতিক-করি ধিক-
রক্ত চোষা সব জানোয়ার;
দিনে দুপুরে নিচ্ছে প্রাণ-বিচারের বানীতে ওরা মহান-
কাঁপছে শহর শ্লোগানে থরথর- করবো নিরুদ্দেশ!
জাগো-জনতা, জাগো হে-আমার বাংলাদেশ।
অপকর্মে লিপ্ত লোভী যারা দেশ সেবক নাকি তারা,
জনতার খেয়ে ক্ষমতা বাড়িয়ে ঝরাচ্ছে রক্ত ধারা।
দলেদলে সংঘর্ষ দুর্বিষহ দুর্ভিক্ষ নেমেছে দেশ জুড়ে,
ওরা এখন শিল্প পতি এই রাজ্যের অধিপতি
স্বদেশ করেছে সম্পত্তি-ছড়িয়ে দিচ্ছে রুটি ছিঁড়ে।
কাক-চিল-শিয়ালের মত কুড়িয়ে খেতে উদ্যত,
এভাবে আর কত-নিদ্রিত হয়ে থাকবো উদাসীন?
একদিন পৃথিবী হবে রঙিন-ঘুচবে মনের ক্লেশ!
জাগো-জনতা, জাগো হে-আমার বাংলাদেশ।
রচনাকাল, ২১ মে ২০২০ খ্রিস্টাব্দ,
৭ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।