যেদিন ফুরাবে যৌবন করবেনা সব স্বজন স্মরণ
✍-উজ্জ্বল সরদার আর্য
যেদিন ফুরাবে যৌবন
করবেনা সব স্বজন স্মরণ।
সে দিন ও থাকবো পাশে
আসবে না নির্জন হবে না মরণ।
জীবনের এই রঙিন পথে
এক সাথে চলেছি দুজনে
বিশ্বাস ভরা বুকে ভালোবাসা বেঁচে থাকে
বসন্তের ডাকে পেয়েছি প্রেম হই সমর্পণ।
যেদিন ফুরাবে যৌবন
করবেনা সব স্বজন স্মরণ।
ভালোবাসায় প্রাণ সঁপেছি
প্রাণে রেখেছি তারে,
অমল ধবল আসনে বসিয়ে
পুষ্পে সাজাই চরণে অশ্রু ঝরে।
হাতে হাত রেখে সঙ্গী সুখে
জীবন যেন হয় গো পার
যে প্রেমে ডুবে আছি
সে প্রেমে পাই যেন জনমে জনমে তোমার-
করো হে এই প্রার্থনা গ্রহণ।
যেদিন ফুরাবে যৌবন
করবেনা সব স্বজন স্মরণ।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৯ ফেব্রুয়ারি ২০২০ সাল,
বাংলা - ২৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ (রবিবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।