যে জগতে তুমি নেই সে জগতে কেমনে থাকি বলো
     ✍-উজ্জ্বল সরদার আর্য

যে জগতে তুমি নেই
সে জগতে কেমনে থাকি বলো,
বিরহ-বুকে রক্ত ঝরে
জীবন হলো এলোমেলো।
          নিঃসঙ্গ-নির্জন’ নয়নে নিশি যাপন’
          বেদনায় অশ্রু ঝরে,
          অতৃপ্ত-অন্তর খোঁজে তোমায়
          অলস দুপুরে।
                    আজও প্রভাত আসে কুসুম বনে
                    কুঞ্জ সাজাই তোমার স্মরণে,
                    স্মৃতির সাগরে তরি ডুবে যায়
                    কিনায় আমারে তুমি টেনে তোলো।


এত ভালোবেসে কাছে এসে
আজ তুমি চলে গেলে,
কিসের পিপাসায় প্রদীপ নিভে যায়
খুঁজি আঁধারে অশ্রুজলে।  
          অস্ত রাগে হারানো প্রেম প্রাণে জাগে
          জাগে না তোমার মন,
          থেমেছে চরণ’ অন্ধ নয়ন’
          ওই গোধূলির পথে তোমার সাথে
          চির সঙ্গী হবো এখন।
                     বিদায়ের গানে ঘুমিয়ে যাবো দুজনে
                     যাতনা সয়ে আর যে পারিনে,
                     তুমি বুঝলে না বোঝে না কেউ
                     আছো অন্তরে নির্জনে আঁখি খোলো।




✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ৩০ জুলাই ২০২০ সাল,
বাংলা- ১৪ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।