ঈশ্বর দর্শন
✍-উজ্জ্বল সরদার আর্য
ঈশ্বর দর্শন করতে ছেড়েছে কত জ্ঞানী-গুনি ঘর,
মন্দিরে হয় লুণ্ঠিত শত দেব দেবীর চরণের পর।
তবু তারা বলে ঈশ্বর নেই ভূমণ্ডলে, অন্ধ বিশ্বাস!
বংশ পরম্পরায় ভেসে যাই, ভাঙবে মনের ত্রাস।
করি তাই তীর্থ স্নান লালসায় করি গুণগান,
সনাতন শত পুস্তকে প্রমাণিত আছে ভগবান।
তাই করি সন্ধান জেগেছে প্রাণ ঈশ্বর দর্শনে,
সাধু বেশে যাই না-না দেশে ঘুরি তীর্থভ্রমণে।
তবু মনে হয় নিয়েছি বিদায়,একদিন যার থেকে -
সেই ছিল কি ঈশ্বর? খুলে দ্বার পথচেয়ে থাকে।
ওই বাণী বুঝতে পারিনি, নয় সে মাটির প্রতিমা-
মহামায়া-সে-জয়া,সে যে আমার মা! শুধুই মা!
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২৭ আগস্ট ২০০৯ সাল
দাকোপ খুলনা, বাংলাদেশ।