হোলি বরণ
     ✍-উজ্জ্বল সরদার আর্য

রঙিন ভুবনে রঙের খেলা খেলবে কে
হোলি এসেছে --হোলি এসেছে।
বদ্ধ ঘরে থেকো না আর ওরে
দ্বার খুলে দাও,
চোখ মেলে দেখো দোলের দোলায় দুলছে মাধব
আবির মেখেছে -
হোলি এসেছে --হোলি এসেছে।

আনন্দে মন উঠেছে নেচে ফুল ফুটেছে বনে
বসন্তের এই দিনে,
কৃষ্ণচূড়া পলাশবনে বাজলো বাঁশি
এসো হে বিশ্ববাসী মেতে উঠি প্রেমের গানে।

দ্বিধা-দ্বন্দ্ব জ্বরা-জীর্ণ দুঃখ বিরহ যাও ভুলে
রঙের খেলা খেলবো আমরা সকলে মিলে
মৃদু দখিনা হাওয়ায় আবির উড়িয়ে দাও
রাঙিয়ে দাও আমায়,
তোমার অপেক্ষায় এই প্রাণ পথে নেমেছে -
হোলি এসেছে --হোলি এসেছে।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৩১ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ,
১৭ চৈত্র ১৪২৭, বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।