হেমন্তের হিম হাওয়া তে প্রসূন পড়েছে পথে ঝরে
               ✍-উজ্জ্বল সরদার আর্য

হেমন্তের হিম হাওয়াতে প্রসূন পড়েছে পথে ঝরে,
    কত রজনী যাবে দলিত হবে পেলনা তারে।
       জনম যে তার ব্যর্থ হলো
                       আজকে সে বিদায় নিল--
               সুগন্ধ ছড়িয়ে ভুবন ভরিয়ে
                      হলো ধূলি র ধুলো--
          কত আসে সকাল চেয়েছি চরণতল
                ঝরিয়ে অশ্রু ফুটেছি দ্বারে।
   হেমন্তের হিম হাওয়াতে প্রসূন পড়েছে পথে ঝরে।

ওগো এবার খোল আঁখি ভোর হলো ডাকছে পাখি,
  চরণে শুনি নূপুর ধ্বনি এসো পদচিহ্ন বুকে রাখি।
      ওই সন্ধ্যায় প্রদীপ জ্বালায়,
                        করে পূজারী আরতি--
           আমি পথ চেয়ে থাকি আকুল নয়নে
                         নত প্রাণে করি মিনতি --  
          কত বীণার সূর আসে ভেসে
                      শুধু সে এলো না ভালোবেসে,
             আজ বিরহ গানে পড়েছি চরণে
                  পেয়েছি ঘুমো ঘোরে।
   হেমন্তের হিম হাওয়াতে প্রসূন পড়েছে পথে ঝরে ।          



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকালঃ-১৫ সেপ্টেম্বর ২০১৮ সালে
দাকোপ খুলনা,বাংলাদেশ।