হে অন্তর্যামী সুন্দর তুমি সুন্দর তোমার হৃদয়
       ✍-উজ্জ্বল সরদার আর্য

           হে-অন্তর্যামী সুন্দর তুমি, সুন্দর তোমার হৃদয়!
                 দুঃখের সাগরে ডুবেছি বারে বারে,
          এসেছি তাই দ্বারে করুণা কর ওগো করুণাময়।
             গহীন গহনে গভীর রাতে পথ ভুলেছি,
            ক্ষত চরণে হয় রক্তক্ষরণ আমি থেমেছি,
            শূন্য লণ্ঠনে আঁখির কণে অশ্রু যায় ঝরে।
         ওগো অভয় দাতা আজ দেখি তোমার নীরবতা,    
             প্রদীপের উজ্জ্বলতা শুধু মন্দিরে ছড়ায়!
           হে-অন্তর্যামী সুন্দর তুমি, সুন্দর তোমার হৃদয়।

      আজ দুয়ার খুলে তাই পূর্ণ প্রভা ছড়িয়ে দাও দিগন্তে,
           বাজুক বীণা নূপুরগুঞ্জনা শুনবো শারদ প্রাতে।
            আমি আঁধারে বক্ষ চিরে লুণ্ঠিত হয়েছি চরণে
             থেমেছে তোমার বাঁশী ব্রজবাসি ঘুমায় বনে।
                    শিহর শিশির ঝরে কত দ্বারে  
                  ঝরা শিউলি এনে সাজাই তোমারে,
               আজও এই করুণ দিনে সমর্পণে এই মনে
                    রেখেছি তোমায় চেয়েছি বিদায়!
            হে অন্তর্যামী সুন্দর তুমি, সুন্দর তোমার হৃদয়।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং-৭ অক্টোবর ২০১৯ সাল
বাংলা- ২২আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ.. (সোমবার ) 
দাকোপ খুলনা, বাংলাদেশ।