হে বর্ষা ভিজিয়ে দাও এই রুক্ষ ভূমি
✍-উজ্জ্বল সরদার আর্য
হে-বর্ষা, ভিজিয়ে দাও এই রুক্ষ ভূমি
ক্লান্ত-তৃষিত-উত্তপ্ত পৃথিবীকে
শান্ত করো তুমি।
সবুজে-সবুজে ভরে যাক চারিদিকে,
রংধনু রেখা ডেকে যাক আমাকে,
শান্ত মনে ফুলের বনে
প্রজাপতি-পাখিরা হক পথগামি।।
চেয়েছি নদী ভরা জল
কৃষকের চোখে অশ্রু করছে টলমল,
পথহারা পথিক প্রেমহারা প্রেমিক
তৃষ্ণায় হয়েছে বেসামাল।
আজ চারিদিকে খাঁখাঁ রোদ্দুর,
যন্ত্রণাময় প্রতিটা দুপুর,
মরুভূমি ভুবন করছে অমৃত সন্ধান
তোমার অপেক্ষায় বসে আছি আমি।।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ২৫ অক্টোবর ২০২০ সাল,
বাংলা- ৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ। ★*