গ্রহণ করো তোমার হৃদয় মাঝে
   ✍-উজ্জ্বল সরদার আর্য

আমাকে এবার গ্রহণ করো
ওগো তোমার হৃদয় মাঝে,
যতো সুখ চাও পাবে
আমার আকুল অন্তরে খুঁজে।
তবে খোঁজনা আর হে-রূপবতী
নব মুক্ত মানবের বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে,
মোহিনী মায়ায় সকলে পথ হারায়
শান্ত করো মন ওগো এবারে।

আমার মত কতজন কাঁদে সর্বক্ষণ
তোমার প্রেমে হয়েছে মাতোয়ারা,
আশা নিয়ে এসেছে তোমার দ্বারে
দিয়েছো ফিরিয়ে হয়েছে সর্বহারা।
ওগো মনোরমা এবার হও প্রিয়তমা
তবু আর নিও না খুঁড়ে হৃদয় ছিঁড়ে,
অনেক কেঁদেছি বিরহ সয়েছি
হারিয়ে যেওনা প্রেমিকের ভিড়ে।

একদিন উর্বশী বেশে হেসে-হেসে
এসেছিলে সম্মুখে দিয়েছিলে ধরা,
আজ পথ ভুলেছ পথের খোঁজে
হয়েছে আমার সকল আশা সারা।
ওগো তোমার জন্য ফুল তুলেছি
গেঁথেছি জনম ভরে কত মালা,
অশ্রুভেজা পথে বুক পেতেছি
দলিত হই অন্তরে বেদনার জ্বালা।

যদি চাও নিয়ে নাও জীবন
ফুরবে যৌবন সময় শেষে,
সেদিন জ্বলবে না আলো
বাসবে না ভালো কাছে এসে।
বঞ্চিত ব্যথা জীবন হবে বৃথা
কূল হারা আমি পথবাসী,
ভালোবাসি তাই কাছে আসি
আমায় গ্রহণ করো হে-প্রেয়সী।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ২২ নভেম্বর ২০২০ সাল,
বাংলা ৬ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।