গ্রহণ করো আমার ভালোবাসা
✍-উজ্জ্বল সরদার আর্য
তোমার কাজল কালো চোখে চাঁদের মত জ্বলে থাকে
অজস্র প্রেমের কবিতা।
শুধু দুর্ভাগ্য আমার, সে চোখে-চোখ রাখার সামর্থ্য
খুঁজে পাইনি কোনদিন।
ওই নিবিড় কালো আঁখির মাঝে নারীর হৃদয়ের
অতুল রহস্যের গভীরতায় ডুবে জেতে চেয়েছি
যত আমি, ততবার ব্যর্থ হয়েছি নিজ দুর্বলতার কাছে।
কারণ তুমি দুর্লভ,যদিও দুর্লভের প্রতি মানুষের
চিরদিনের জন্য থেকে যায় অফুরন্ত ভালোবাসা।
তাই দিনের শেষ মুহূর্তে রঙিন গোধূলির বুকে
যখন চরণ চিহ্ন রেখে তুমি হেটে চলো,
সম্মুখ হওয়ার প্রয়াস যতটা করি
ততটাই ফুল ঝরে পড়ে তোমার চরণে।
কুঞ্জকাননে নত বিরহ বাঁশির সুরে তোমার মুখে
ফোটে যে মৃদু হাসি, তার সৌরভ ছড়িয়ে পড়ে
নির্জনে আমার বুকে প্রতি মুহূর্তে।
এ-যে পাশ ঘেঁষে চলে যাওয়া নয়, বরং আরো মায়ায়
বেঁধে পিছু ফিরে তাকিয়ে থাকা।
চোখের অন্তরালে যদি হারিয়ে যাও,
মনের গভীরতা পেরিয়ে কি হারাতে পেরেছ?
সন্ধ্যার প্রদীপ হাতে যদি কেউ দিগন্ত ছুঁয়ে থাকে,
তবে ঠিক কোন একদিন খুঁজে নেবে
কোন এক পিপাসিত প্রেমিক।
যদিও নিশুতি রাতের তারা উদয় আমিও দেখেছি,
করেছি ইচ্ছা মত নাম করন-ও।
তবে এত কিসের অপূর্ণতা অন্তরে? নদীর স্রোতে নিঃসঙ্গ
ভাবনায় ডুবে থাকা নৌকার মত আমি কার করি অপেক্ষা?
জানি সে তো আমার নয়,জন্মজন্মান্তর ধরে তার সাধনায়
নিমগ্ন থাকায় কেবল আমাকে মানায়।
তবুও ভবন তখনি মন্দির হয়ে ওঠে, যখন দেবী করে প্রবেশ।
ওগো তাই দুয়ার খুলে বসে আছি তোমার অপেক্ষায়,
যদি কোনদিন আমার অবয়বে পদ রেখে চক্ষু লজ্জায়
নত হয়ে অনুরাগে হেসে ওঠো,
তবে সেদিন না হয় গ্রহণ করে নিও আমার ভালোবাসা।
রচনাকাল, ১৫ জুন ২০২০ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।