গোধূলির রং ঝরানো রঞ্জিত পথে চলেছি একলা
✍-উজ্জ্বল সরদার আর্য
গোধূলির রং ঝরানো রঞ্জিত পথে চলেছি একলা,
প্রেয়সী আমার আসে না আর যায় চলে বেলা।
আকুল মনে অশ্রু ভেজা নয়নে
তারে খুঁজি,
হৃদয়ের দুয়ার খুলে গেছে সে চলে
ভুলেছে আমায় বুঝি।
কত স্মৃতি জাগে মনে, চলতে পথে এই বনে,
তোমায় আজও যায় না গো ভোলা।।
চেনা গন্ধ ধরে কত যাই দ্বারে
আমি ধুলায় পড়ে থাকি,
যদি মেলে দেখা ক্ষীণ হবে বুকের ব্যথা
আজ ঝরা সেই ফুলকে শুধু ডাকি।
তোমার অপেক্ষায় জীবন যায়-চলে,
বিরহ বিষে বুক আমার যায় জ্বলে,
তবু মেলে না দেখা আমি একা
প্রতিক্ষার প্রদীপ নিভিয়ে করি বিদায়ের খেলা।।
✍উজ্জ্বল সরদার আর্য (গীতিকাব্য)
রচনাকাল, ৩০ নভেম্বর ২০১৯ সাল
১৩ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ (শনিবার।
দাকোপ খুলনা বাংলাদেশ।