ওগো কত সাধনায় পেয়েছি তোমায় তুমি আছো অন্তরে
✍-উজ্জ্বল সরদার আর্য
ওগো কত সাধনায় পেয়েছি তোমায়
তুমি আছো অন্তরে,
আমি তোমার চোখে দেখেছি বসন্ত
অনন্তদিন ধরে।
তাই চেয়ে থাকি কাছে ডাকি
জড়িয়ে রাখি বুকে,
ওই কানে দোলে দুল তুলেছি প্রভাতী ফুল
সাজিয়েছি তোমাকে।
কত যে আনন্দ আসে ভেসে গন্ধ
ছন্দ লিখেছি কবিতায়,
তুমি বাড়িয়ে দিলে হাত কেটে যায় রাত
পেয়েছি কাছে নীরবতায়।
যত আসে শ্রাবণ বৃষ্টিতে ভিজি সর্বক্ষণ
জড়িয়ে যৌবনে,
আরো কেঁপে ওঠে বুক এ-যেন স্বর্গ সুখ
কত কথা হয় নয়নে-নয়নে।
ওই মুখের হাসি যেন পূর্ণিমা শশী
তাই বসি মুখোমুখি,
কত যামিনী যায় দেখতে-দেখতে তোমায়
রজনীগন্ধায় সাজিয়ে রাখি।
ওগো তুমি আছো প্রাণে থেকো এই কুঞ্জবনে
আমার চির সঙ্গী হয়ে,
আমি বেঁচে থাকবো যতদিন মনে রাখবো ঋণ
অনন্তদিন ছিলাম পথ চেয়ে।
আজও নিজ হাতে সাজাই চরণে নূপুর পরাই
বসাই পদ্মাসনে,
ওই কাঁকন যত উঠে বেজে খুঁজি তত বন মাঝে,
লুকোচুরি খেলি কত দুজনে।
কত আবীর মেখেছি বাতাসে উড়িয়েছি
ছুটেছি পিছু-পিছু,
ওই আলপনা আঁকা পথে ফাগুনের প্রভাতে
পেয়েছি তোমায় পেয়েছি প্রেম পেয়েছি সবকিছু।
যত যতনে কুসুমচয়নে পূজা করি তারে
তৃষা শুধু বাড়ে চাই তোমারে,
কত চলে যায় অভিমানে অশ্রু ঝরাই ভুবনে
দেবী বন্দনায় এনেছি বারে-বারে।
আর দেখতে চাই না তোমার ওই বদন মলিন
বিহনে হৃদয় হয় ক্ষীণ,
তাই যে বাঁশি বাজে বনে অনন্তকাল বাজুক তার স্মরণে
পেয়েছি আকুল নয়নে ভুবন হলো রঙিন।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল-২৩ সেপ্টেম্বর ২০১৮ সাল
দাকোপ খুলনা,বাংলাদেশ।