ফিরে এসো
✍-উজ্জ্বল সরদার আর্য
সকালে ভূমিষ্ঠ সদ্যোজাত শিশু দিনশেষে বৃদ্ধের সজ্জায়
ঢলে পড়েছে প্রতীচী দিগন্তে।
পারুল বনের পাতার ফাঁকে-ফাঁকে উঁকি দিচ্ছে
ক্লান্ত গোধূলি, সন্ধ্যার অনুপ্রবেশে থমকে দাঁড়িয়েছে দৃষ্টি।
তবুও এখনো আমি অপেক্ষায়, হয়তো কোন একদিন
পারুল-শিমুল-কৃষ্ণচূড়ার শাখায়-শাখায়
লাল-সবুজের হবে মিলনমেলা।
এখন বিদায়ের বিরহবিধুর বাঁশি বেজে ওঠে আকুল বুকে,
প্রশান্ত সাগরের স্বচ্ছ জলে ভেসে ওঠে আপন
কান্নার প্রতিচ্ছবি।
দিগন্তে দাঁড়িয়ে থাকা গিরিরাজ চিৎকার করছে
আকাশ ছুঁয়ে, ঝর্ণা ধারায় ভরেছে সরোবর।
অবাঞ্ছিত পাখনার ভেসে চলা নৌকায় ডুবেছে জল খেয়ে
অপ্রকাশিত চিঠি,
বজ্রাঘাতে ভেঙে পড়া টুকরো পাথরের বুকে পদরেখে
তুমি ফিরে এসো -- হে-অমর গ্রন্থের অভিমানী কবিতা।
জানি স্বল্পায়ু সন্ধ্যার চোখের কোণের অন্তরালে
জমে থাকা অন্ধকার গিলে খাবে গোটা রাজ্য,
নিভুনিভু প্রদীপের পাদদেশে নিদ্রাভঙ্গ প্রেমিক
দুরাশার স্বপ্নে লিখবে রক্তের অক্ষরে প্রেমের উপন্যাস।
রচনাকাল ১০ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ,
২৩ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
দাকোপ খুলনা, বাংলাদেশ।