ফিরে দেখা
✍-উজ্জ্বল সরদার আর্য
কে এসেছে আজ নাম ধরে ডাকতে-ডাকতে
ওই দূর দিগন্ত পেরিয়ে আমায় দেখতে?
তুমি নত মাথা তুলে চোখ মেলে
নয়নে-নয়ন রাখো এই শেষ বেলাতে।
দেখেছি, এই বসন্তে ফুল ফুটতে
জেগে উঠেছে সেই পুরাতন প্রেম,
তবে, আমারে করো ক্ষমা চিনতে পেরেছি
তুমি প্রিয়তমা, প্রাণ ভরে তারে দেখলাম।
আকুল মন, মলিন বদন, আঁখিজল
দিয়েছি মুছিয়ে
শান্তনা সব বিফল হলো, চেয়েছে আমায়-
রেখেছি হৃদয়ে বসিয়ে, এসেছে দেবী সজ্জাতে!
কে এসেছে আজ নাম ধরে ডাকতে-ডাকতে,
ওই দূর দিগন্ত পেরিয়ে আমায় দেখতে?
অনন্ত-প্রেম, অপেক্ষায় আজও বসে
পেয়েছি শুধু বিরহ-ব্যথা ভালোবেসে,
একদিন নিয়েছিল সে বিদায়!
ঝরা শিউলি, মাটিতে খোঁজে আপন সমাধি
তবু কে জানে কেন গন্ধ ছোড়ায়?
অতীতে কত ডেকেছি, শুনে-ও শোনেনি-
করেছিল প্রেমের অর্ঘ অস্বীকার!
রূপে চন্দ্রমুখী, আমি শুধু দেখি-
কত ছিল অহংকার।
আজ সব ভুলে এসেছে ফিরে
বহু বছর পরে এই শেষ সময়ে,
জানি-না কিসের আশায় ডেকেছে আমায়
কি যেন পেতে চায় মায়ায় ভুলিয়ে ।
ওগো এই পুরোনো গ্রন্থের ছেঁড়া কবিতা খানি,
কিসের পিপাসায় দিচ্ছে হাতছানি?
যখন ভুলতে চেয়েছি, সম্মুখে এসেছে তখনি।
আত্মবিস্মৃত প্রেম, ওরা ভোলে না আমরা ভুলি
সে ছিল চোরাবালি- মায়াবতী, শুধু মন ভোলায়!
ফুলের মত সুগন্ধে সকলের হৃদয় ভরিয়ে
তবেই দিনশেষে ঝরে যায়।
এখন, এমন করে কি ভাবে কাটবে এই জীবন
এসেছে ফিরে জাগাতে বৃদ্ধ বন্ধন যৌবন শেষে
জানি, আসবে না সেই অতীত বসন্ত, হৃদয় ক্লান্ত,
ঢোলে পড়েছে রবি পশ্চিম আকাশে -
ওগো এক ফোঁটা অশ্রু দিও নিশুতি রাতে
কে এসেছে আজ নাম ধরে ডাকতে-ডাকতে
ওই দূর দিগন্ত পেরিয়ে আমায় দেখতে?
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ২০ মে ২০১৬ খ্রিস্টাব্দ,
৬ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।