ফাগুন ফিরে আসে শুধু সে আসে না
   ✍-উজ্জ্বল সরদার আর্য

ওই  ফাগুন ফিরে ফিরে আসে তোমায় ভালোবেসে
      তবু তুমি এলে না,
কত  বিরহের বাঁশি বাজে বুকে নয়নে নিশি জড়িয়ে থাকে
       কাননে কুসুম ফোটে না।
তাই  নেই সমীরে সুগন্ধ বীণা বাজেনা মেলেনা ছন্দ
       আকুল আঁখিতে শুধু অশ্রু ঝরে,
ভেসে  যায় আহত কবির কবিতা জীর্ণ জীবন ভরা শূন্যতা
         যা ছিল আমার দিয়েছি ওগো তোমার তরে।
তুমি  সে দান করেছো পদ পিষ্ট  নও তুমি তুষ্ট
       তবুও একবার এ-পথে এসো স্মিত হেসে,
ওই  ফাগুন ফিরে ফিরে আসে তোমায় ভালোবেসে----

ওগো  কি ছিল অপরাধ অগাধ প্রেমে পেয়েছি আঘাত
        ক্ষত বুকে শুধু রক্ত ঝরে,
তুমি   আজ চলে গেছো নিশুতি নিশির তারা হয়েছো
        দেখি নয়ন ভরে ।
জানি  ওই সুখের সাগরিকা শুষ্ক সাগরে দেবে না দেখা
        তবুও মন ঝিনুক খোঁজে ঝর্ণা ধারায়,
ওই  চোরাবালি চরে চরণ চিত্র তলিয়ে যাবে সব স্মৃতি পত্র
      আমি মালা গাঁথি মিছে মায়ায়।
তবে  যেদিন ধ্রুবতারা হয়ে তোমায় ছুঁয়ে
       থাকবো আলোর ভিড়ে,
ওগো  সেদিন রেখো নয়নে নয়ন সরিয়ে অবগুণ্ঠন
        আজ আছি পথে পড়ে।
যদি  মনে পড়ে সব স্মৃতি  দুফোটা অশ্রুতে লিখবে গীতি
       হাত বাড়িয়ে বলো ভালোবাসি- ভালোবাসি,
তবে  খুশিতে ফুল হয়ে পড়বো ঝরে চরণ রাঙাবো প্রাণ ভরে,
        আজ শুধু স্মৃতি স্তম্ভ সাজাতে ছুটে আসি।  



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল-১ জুলাই ২০১৮সাল।
দাকোপ খুলনা, বাংলাদেশ।