একদিন ঝড় থেমে যাবে
   ✍-উজ্জ্বল সরদার আর্য

লোভী স্বার্থবাদী দুরাচারী নেতা নেত্রীতে স্বদেশ গিয়েছে ভরে,
ওদের কুটিলতা হিংস্রতা অপকর্ম দিনদিন আকাশ ছুঁয়েছে।

ওরা নিরীহ বুকে পদচিহ্ন এঁকে
দাঁড়িয়ে আছে ভদ্রতার মুখোশ পরে এই সমাজে।

জনতার টাকা দেশের সম্পদ জমিজমা সব করছে আত্মসাৎ,
ওরা শিল্পপতি হতে চায়, করছে ক্ষমতার অপব্যবহার।

দেশে জুড়ে এখন দুর্ভিক্ষ, গরীব দুঃখী মানুষ হয়েছে গৃহহারা,
পথশিশু বৃদ্ধ অনাহারে মরছে গাছের নিচে।

তবু এখানে ওদের দৃষ্টি নেই, রাজনৈতিক সংঘর্ষে ওরা ব্যস্ত!
আর শুধু বিচারের বাণী শোনায় অপরাধী ক্ষুদিরাম-সুকান্ত।

দেশ ভালবেসে বলিদান দিয়ে গেছে যারা,
ইতিহাসে অমর তারা।

আর ওরা? ওরাতো ভণ্ড ,কূটনীতিজ্ঞ!
যানে না দেশসেবা কাকে বলে প্রেম-ক্ষমা-ত্যাগের মাহাত্ম্য।

তবে বেশিদিন চলবে না এই নিয়ম, জনতা এখন সচেতন-
করছে আন্দোলন সকলে, ‘আজ বাঁচার মত বাঁচতে চায়’।



রচনাকাল, ১৭ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ,
বাংলা ৩২ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।