ঈদ
   ✍-উজ্জ্বল সরদার আর্য

আজ আকাশে চাঁদের হাসি দেখে
আমার মন উঠলো নেচে সুখে
ঈদ এসেছে-- ওগো ঈদ এসেছে,
তাই রঙিন আলোয় সাজলো পৃথিবী
প্রাণে প্রিয় ঘুমিয়ে নবী
রজনী শেষে এলো রবি ফুল ফুটেছে।

প্রজাপতি তাই মেলেছে ডানা
ভুলেছে সকল বেদনা
ভুলেছি আমি কে,
আমিও আনন্দে আত্মহারা
পথ ভুলেছি পান্থ মোরা
প্রভু তুমি দাও গো ধরা আমার ডাকে।

আমি আজ সেজেছি নতুন সাজে
তোমার বিলাস বহুল বসুন্ধরার মাঝে
ক্ষুদ্র-ক্ষুধার্ত প্রাণ তোমায় খোঁজে গো,
তুমি আছো তোমার ঘরে
তাই এসেছি গো এবারে
আমার সাধের রিক্ত কুঞ্জ ফেলে গো।

তবুও আজও তোমায় পেলাম না
ওরা তোমার দ্বারে যেতে দিল না
করেছে ঘৃণা দেখে বহিরাবরণ,
তাই অপূর্ণ সাধনায় মন কেঁদে যায়
সামর্থ্যরা পেয়েছে এখন তোমায়
আজ আমার নয়ন ঝরায় বর্ষণ।

ওই পথের ধূলায় জন্ম আমার
ওখানে মেলে আমার খাবার
আজ কিসের আশা বেঁধেছি বুকে,
ওগো এ-যে আমার ঈদ নয়
ভুলে যা-ই আমি আমায়
ফিরে আসি চেতনায় ওদের সুখে।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৮ জুন ২০১৯ সাল
বাংলা - ২৪ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ (শনিবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।