দুর্ভাগ্য
✍-উজ্জ্বল সরদার আর্য
প্রভাত আলোকে শিশির ভেজা পথে
এবং গোধূলির রঙিন আলোয় ঝরা
ফুলে সাজানো ধরণীর বুকে যখনি
দেখেছি সুসজ্জিত লাবণ্যময়ী তোমার
রূপ, কেঁপে উঠেছে আমার অতৃপ্ত
নিঃসঙ্গ ভারাক্রান্ত হৃদয়!
মোহিত মনে অচেতনে চেয়ে থাকি
দিগন্ত ছুঁয়ে, শুধু দেখি তোমাকে।
জানি, দুর্লভ ওই কাজল কালো নয়নে
নয়ন রাখা আমার মত ক্ষুদ্র সুন্দরের
পূজারীর ললাটে সৌভাগ্যের চিহ্ন
কখনো ফুটে উঠবে না।
কেননা এখানে মঙ্গল অতৃপ্ত লালিত
বেদনা বিচ্ছেদের সুদীর্ঘ রেখা টেনে,
বুধের কল্পনা শক্তিতে নিমজ্জিত করে
এক অসমাপ্ত ক্ষত কবিতায় ডুবিয়ে রেখেছে।
তাই তো সময়ের অন্তিমে
আঁধার নেমে আসে আঁখি সম্মুখে,
দৃষ্টিপাত হয় অবরুদ্ধ,
হারিয়ে ফেলি আমি তোমাকে।
তোমায় দেখা মাত্র কম্পিত দেহে
শ্বাস প্রশ্বাসের যে প্রবল গতি আর রক্তের
তীব্র চঞ্চলতা সৃষ্টি হয় হৃদয় মাঝে,
তা নিমেষে শেষ হয়ে আসে
আমার নত মস্তকের ভারে।
যে সুগন্ধ পাওয়ার আশায় বসে থাকি
বসন্তের অপেক্ষায় শত সহস্র রজনী
জেগে, যে তেজস্বিনীর আলোয়
আলোকিত হতে হেটে যাই ক্ষতবিক্ষত
চরণে দিগন্ত ছোঁয়া পথ রেখা ধরে,
যে সুদর্শনা অপরূপা রূপের মায়ায়
তৃপ্ত হয় মন, বৃদ্ধি হয় স্থিরতা,
তা যেন সব চূর্ণবিচূর্ণ হয় রাহুর ছলনায়
স্মিত হেসে ওগো তোমার চলে যাওয়ায়।
আজ যখন নিশুতি নির্জন রাতে হেটে চলা
কারো চরণ ধ্বনিতে ধ্যান ভেঙে যায়,
তোমাকে ভেবে ছুটে চলি ফাগুনের দেশে
লাল পলাশ বনে তোমার দর্শনে।
যদি কোনদিন অপ্রকাশিত প্রেমের শেষের
কবিতার নিচে আমার সাক্ষর খুঁজে পাও,
তবে সেদিন খুঁজে নিও --
ওগো শনির দশা সরিয়ে।
এখন দিন শেষে আশা মিশ্রিত সমস্ত
গল্পের হয় অবসান;
শুধুই অপেক্ষা সুন্দর সকালের।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২৩ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ,
৯ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।