দুর্বার কলম
    ✍-উজ্জ্বল সরদার আর্য


      কলম তুমি, কবিতায় কবির কালি ঝরানো হাতিয়ার
      নির্ভীক জাগ্রত-জনতার হুংকার, দুর্ভিক্ষে-ও দুর্বার-
      শোষিত,নিপীড়িত,অবাঞ্ছিত জনতার হা-হাঁকার।

      কলম তুমি, দুশমনের-দুঃশ্বাষণ গগনের-গর্জন
      অনাথের নাথ পথিকের পথ জনতার-জাগরণ,
      পিয়াসী প্রাণ শোনায় শ্লোগান
      দণ্ড দাও ছিনিয়ে নাও ওদের সিংহাসন।

      কলম তুমি,গরীবের ক্রন্দন বন্ধুর-বন্ধন বিধবার
      আর্তনাদ,
      দীর্ঘশ্বাস হা-হুতাশ বেদনার কাব্যে কবি উন্মাদ,
      কবি উন্মাদ।

      কলম তুমি,খাদ্য ছিনিয়ে এনে দিয়েছো গরীবের গালে
      সমাজকে জাগাতে জনতাকে বাঁচাতে নিয়েছে তোমায়
      কবি হাতে তুলে।

       কলম তুমি,শিখিয়েছ ঝরাতে রক্ত, চেয়েছ বলিদান-
       বলেছ কেড়ে নাও পাপীদের প্রাণ হও মহান,
       ওগো মহান।

       কলম তুমি,প্রেমিক-প্রেমিকার প্রেম,
       শিল্পীর অধরা মাধুরী!
       নিশি রাতে নিভৃতে অধরে-অধর চুম্বনে
       ছন্দ লেখ, ফোটাও কাননে কবরী।

       কলম তুমি,অবলার বল বেজেছে মাদল-
       নেচেছে নর্তকী,
       উঠেছে প্রাণে কম্পন খুলে নিয়েছে ওরা বসন
       দেখেছি নিরীহ নারীর অন্তরের আকুতি। 

       কলম তুমি,যোদ্ধার হাতে তুলে দিয়েছো বোমা-বন্দুক-
       তলোয়ার, তুমি সকল সংগ্রামের সাক্ষী!
       বুকের রক্তে ইতিহাস লিখেছো, হৃদয়ে তোমায় রাখি।



রচনাকাল ৮ অক্টোবর ২০১৮ খ্রিস্টাব্দ,
           ২১ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ,সোমবার।
           দাকোপ খুলনা,বাংলাদেশ।