দরিদ্রতার ধর্ম নেই
    ✍-উজ্জ্বল সরদার আর্য

  বাতাসে উচ্ছিষ্টের পচা গন্ধ, মৃত লাস ছিঁড়ে-ছিঁড়ে খাচ্ছে
  কাকের ঝাঁক, বৈশাখের খাঁ-খাঁ রোদ্দুর ক্লান্ত দুপুর -
  বিশ্রাম নিচ্ছে কুকুরের দল।

   আজ নষ্ট কুমারীর চোখে শুকিয়েছে অশ্রু,
   ধূসর মেঘে আর বৃষ্টি ঝরে না।
  
   এখন সতীত্বের অগ্নি পরীক্ষা নেই, জাতিভেদ
   ভুলতে চায় অন্ধ সমাজ, পুরুষ যৌবনের দরিদ্রতা
   ফেলে রেখে এসেছে গত নাতিশীতোষ্ণ রাতে।

   এবার দগ্ধ শ্মশান নিভতে চায়।
    দু-ফোটা জলের খোঁজে বৈষ্ণব, খোঁজে না বৈষ্ণবী।
    শাস্ত্র সব ঘুমের ঘরে ঝরাচ্ছে লালা,
    কোথায় সাধু-ব্রাহ্মণ-মোল্লা?

    দরিদ্রতার ধর্ম নেই, ওরা এক ঘাটে জল খায়।
    ওই তো এখনো ছুটছে তপ্ত মাটির বুকে,
    খালি পায়ে রক্তাক্ত পদচিহ্ন এঁকে।


রচনাকাল, ৬ মে ২০২২ খ্রিস্টাব্দ,
বাংলা ২২ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।