দোলে-দোলে আমার হৃদয় মাঝে সখী দোলে
       ✍-উজ্জ্বল সরদার আর্য


         দোলে-দোলে আমার হৃদয় মাঝে সখী দোলে।
       এ-বসন্ত বাতায়নে প্রেম ভিখারি তুষ্ট অমৃত পানে,
    সুগন্ধে হৃদয়ে নেশা জাগে পরভৃত নাচে আনন্দে বনে।
                     গাও হে গীত কুহূ-কুহূ সুরে,
                  সখী এসেছে গৃহে এতক্ষণে ফিরে,
                      বেজেছে বীণা ফুটেছে হেনা
            নেচেছে মন তার নূপুরধ্বনির তালে-তালে।
         দোলে-দোলে আমার হৃদয় মাঝে সখী দোলে।

         তবে মিছে অকারণে অবয়বে কেন ধুলা মাখি,
               হৃদয় আসনে বসে আছে প্রাণ সখী।
          মালা গেঁথে দিয়েছি গলে করেছি তারে বরণ,
           শান্ত হও হে-আকুল নয়ন থেমে যাক বর্ষণ,
     লণ্ঠন জ্বেলেছি আঁধার ঘুচাতে অভিমান গিয়েছি ভুলে।
          দোলে-দোলে আমার হৃদয় মাঝে সখী দোলে।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং- ১৮ জুন ২০১৯ সাল
বাংলা ২ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ মঙ্গলবার
দাকোপ খুলনা, বাংলাদেশ।