ডাক এলে একদিন যেতে হবে চলে
✍-উজ্জ্বল সরদার আর্য
ডাক এলে একদিন যেতে হবে চলে,
দ্বিধা-দ্বন্দ্ব ভালো-মন্দ যাও সকলে ভুলে।
চেতনায় কেউ বা আগে
কেউ বা পরে ফেরে
সময়ের-স্রোতে ভেসে যেতে-যেতে
বুঝবে যেদিন ডুববে নদীর-নিতলে।।
মোহ-মায়ায় আপন করে
স্বজন ও সংসার,
লালসায় আশায় বাঁচার প্রয়াস
কত করবে আর।
আঁধারে ঘেরা অন্তর হিংসার ছবি আঁকে
মরণ চিরসত্য মনে রেখো
অন্তিম যাত্রী হবে অনন্তকালে।।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ৮ জুন ২০২০ সাল,
বাংলা ২৫ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।