অতীব সুন্দর তুমি হয়েছো রা'জার
রমণী ,
আমায় দেখে ঘৃণা জাগে,
অহংকারে ভরেছে হৃদয়ের কানাকানি ।
আমি যতই তোমাকে করি
আপন ,
তুমি ততো ছলোনার মাঝে করো বরণ।
কেবল মিষ্টি মুখে থাকে তোমার
অগ্নি ঝরা হাসি,
তোমার'ঐ হাসি- হৃদয়ে ঝরে পড়ে অগ্নি
রাশি রাশি।
আজ পুড়ে হচ্ছে সব ছাই,
পবনে তোমার সুগন্ধ এসে উড়িয়ে নিয়ে যাচ্ছে
মরুভূমির ধায়।
রচনাকাল ইং - ৩ নভেম্বর ২০১৫ সাল
বিকাল ৫. ৫ মিনিটে...